তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে ২৯ পদে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিভাগে তিন পদে ২৯ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৭
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৯
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

বয়স: ১ জুলাই ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর। মুক্তিযোদ্ধার নাতি-নাতনির বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে (শুধু ২ নম্বর পদের জন্য) বয়সসীমা ৪০ বছর প্রযোজ্য। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

যেভাবে আবেদন: আগ্রহী সব প্রার্থীকে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সফটওয়্যার গ্রহণ করবে না। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সার্ভিস চার্জসহ ১১০ টাকা এবং অফিস সহায়ক পদে সার্ভিস চার্জসহ ৬০ টাকা রকেট/ বিকাশ/ নগদের মাধ্যমে জমা দিতে হবে।


আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট ২০২২।