বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ, বেতন শুরু ২০ হাজার থেকে

শিক্ষকতাপ্রতীকী ছবি


বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) পরিচালিত বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজে ‘প্রভাষক’ ও ‘সহকারী শিক্ষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ২টি পদে মোট ৭ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। আগ্রহী ব্যক্তিরা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম ও পদসংখ্যা

১। প্রভাষক-৬

২। সহকারী শিক্ষক (জীববিজ্ঞান)-১

*পদের নাম: প্রভাষক (পদার্থ, রসায়ন, ভূগোল, পরিসংখ্যান, সমাজকর্ম, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা)

পদসংখ্যা: ৬ জন। প্রতিটি বিষয়ে একজন নিয়োগ পাবেন।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরে মেয়াদি ২য় শ্রেণি বা সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি। তৃতীয় বিভাগ থাকলে আবেদন গ্রহণযোগ্য নয়।

বয়স: আবেদনের জন্য ১২ সেপ্টেম্বরে বয়স হতে অনূর্ধ্ব ৩৫ বছর। ইংরেজি ভার্সনে পাঠদানে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: সর্বসাকুল্যে ২২ হাজার ৫০০ টাকা।

*পদের নাম: সহকারী শিক্ষক (জীববিজ্ঞান)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞান/প্রাণীবিজ্ঞান বিষয়ে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি/সমমানের স্নাতক

(সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ থাকলে আবেদন গ্রহণযোগ্য নয়।

বয়স: আবেদনের জন্য ১২ সেপ্টেম্বরে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। ইংরেজি ভার্সনে পাঠদানে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: সর্বসাকুল্য ২০,০০০ টাকা

আবেদনের নিয়ম—

আগ্রহীরা BPATC SCHOOL & COLLEGE এই লিংকে প্রবেশ করে Career Opportunity-এ ক্লিক করে Online আবেদন সম্পন্ন করতে হবে। পরে প্রিন্টেড কপির সঙ্গে এককপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি অধ্যক্ষ (অ.দা.), বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা-১৩৪৩ ঠিকানায় সরাসরি বা রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে। খামের উপর অবশ্যই পদের নামসহ মোবাইল নম্বর স্পষ্ট করে লিখতে হবে।

**আবেদনের নিয়ম, আবেদনপত্র পূরণসহ বিস্তারিত তথ্য দেখতে ক্লিক করুন এখানে