অগ্রণী ব্যাংক নেবে কর্মকর্তা, বয়স ৫০ হলেও আবেদন

প্রতীকী ছবি: প্রথম আলো

অগ্রণী ব্যাংক পিএলসি কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ইনফরমেশন টেকনোলজি ডিভিশনে জেনারেল ম্যানেজার র‌্যাঙ্কে চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার (সিআইটিও) পদে চুক্তি ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে আবেদনপত্র পাঠানোর পাশাপাশি ডাকযোগেও পাঠাতে হবে।

  • পদের নাম: চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার (সিআইটিও)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ফিজিকস, অ্যাপ্লাইড ফিজিকস, ম্যাথমেটিকস, পরিসংখ্যান বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ আইসিটিতে ডিপ্লোমা থাকতে হবে। আইসিটিতে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং আইটি-সংক্রান্ত পলিসি ও প্ল্যানিং, ফিন্যান্সিয়াল নেটওয়ার্ক ও অ্যাপ্লিকেশন, ফিন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমস, সাইবার সিকিউরিটি টেকনোলজি, পেমেন্ট টেকনোলজি বিষয়ে অভিজ্ঞ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কোর ব্যাংকিং সল্যুশন, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম অ্যান্ড পস, বিএসিএইচ, বিইএফটিএনে অভিজ্ঞতা থাকলে ভালো। কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম, সার্ভার সিস্টেম ক্লাউড কম্পিউটিং ও ডেটাবেজে অবশ্যই জানাশোনা থাকতে হবে।

আরও পড়ুন

বয়স: ২১ ডিসেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫০ বছর। অত্যধিক দক্ষ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
চাকরির ধরন: প্রাথমিকভাবে দুই বছরের চুক্তিভিত্তিক
বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ও সিভি [email protected] ঠিকানায় ই-মেইলের পাশাপাশি ডাকযোগেও পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘Application for Chief Information Officer (CITO)’ উল্লেখ করতে হবে।

ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশনস ডিভিশন, অগ্রণী ব্যাংক পিএলসি, হেড অফিস, ৯/ডি, দিলকুশা সি/এ, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ২১ ডিসেম্বর ২০২৩।