ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টে চাকরি, বেতন ১ লাখ ২০ হাজার

মডেল: রিয়াদ ও নীলাছবি: খালেদ সরকার

ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। তবে প্রকৌশল অথবা ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার পাবেন। অধিদপ্তরে পরিচালক ও তদূর্ধ্ব পদে চাকরির অভিজ্ঞতা; অথবা অন্যূন ২৫ বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ও তদূর্ধ্ব কর্মকর্তারা আবেদন করতে পারবেন। অধিদপ্তরে চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে। শারীরিকভাবে যোগ্য হতে হবে।
    বয়স: ৫০ থেকে ৬০ বছর
    বেতন: সাকল্যে মাসিক বেতন ১,২০,০০০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে। নির্ধারিত আবেদন ফরম সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েলফেয়ার ট্রাস্টের অফিস অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ৩৮-৪৬ কাজী আলাউদ্দিন রোড, ফুলবাড়িয়া, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৪।