বিদেশি সংস্থায় নেপালে চাকরি, বছরে বেতন ৪৬ লাখ ৭৫ হাজার

মডেল: রিয়াদ ও রূপাছবি: খালেদ সরকার

হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) অঞ্চলের আটটি আঞ্চলিক সদস্য দেশ নিয়ে গঠিত সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি গ্লেসিও–হাইড্রোলজি স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। বাংলাদেশি প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: গ্লেসিও-হাইড্রোলজি স্পেশালিস্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: গ্লেসিয়ার হাইড্রোলজি, স্নো হাইড্রোলজি, স্নো সায়েন্স বা গ্লেসিওলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ অন্তত আট বছরে চাকরির অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে। মাঠপর্যায়ে অনেক উচ্চতায় কাজ করার মানসিকতা থাকতে হবে। অপারেটিং অ্যান্ড মেইনটেনিং হাইড্রোলজিক্যাল অ্যান্ড মেটিওরোলজিক্যাল ইনস্ট্রুমেন্টস, কনডাকটিং রিভার ডিসচার্জ মেজারমেন্টস এবং ম্যানেজিং হাইড্রোমেটিওরোলজিক্যাল ডাটা অ্যানালাইসিসে অভিজ্ঞ হতে হবে। দেশের বাইরে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: আইসিআইএমওডি হেড অফিস, কাঠমান্ডু, নেপাল।
বেতন: বছরে মোট বেতন ৩৯,৭২০ মার্কিন ডলার (৪৬ লাখ ৭৫ হাজার ২৫৮ টাকা প্রায়)।
সুযোগ–সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সমন্বয় ভাতা, সন্তান/নির্ভরশীল সদস্য ভাতা, স্বাস্থ্য–জীবন–দুর্ঘটনা বিমা, ১৮ বছরের নিচে অন্তত দুই সন্তানের শিক্ষা ভাতা, সিভিয়ারেন্স পে, ছুটি ও ডে–কেয়ারের সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের আইসিআইএমওডির ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৪ আগস্ট, ২০২৪ (নেপাল সময়)।

আরও পড়ুন