প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ২ লাখ ৫৪ হাজার

মডেল: মোনালিসা মুন্নি
ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় আর্ন প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: জেন্ডার অ্যান্ড ইনক্লুশন ট্রান্সফরমেশন আর্কিটেক্ট (জিআইএ)—আর্ন প্রজেক্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: জেন্ডার স্টাডিজ, সমাজকর্ম, ডেভেলপমেন্ট স্টাডিজ বা জেন্ডার অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন–সংক্রান্ত যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্পে নেতৃত্বের পর্যায়ে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং, বিশেষ করে ইনক্লুসিভ ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: বাংলাদেশ কান্ট্রি অফিস, ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২,০৩,৭১২ থেকে ২,৫৪,৬৪০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া জীবনবিমা ও মেডিকেল–সুবিধা আছে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৩।