ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে চাকরি, আবেদন করুন দ্রুত
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেড, সোনাকান্দা, নারায়ণগঞ্জে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী রোববার। প্রতিষ্ঠানটি অর্থ বিভাগে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা: হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি। সিএ/সিএমএ সম্পন্নকারী/ পাঠ চলমান হলে বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ক্যাশ শাখার ব্যবস্থাপক/ সহকারী ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানির ক্যাশ–সংক্রান্ত কার্যক্রম স্বয়ংসম্পূর্ণভাবে সম্পাদন ও শাখা ব্যবস্থাপনা কাজে পারদর্শী হতে হবে। মাইক্রোসফট অফিস ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে। ট্যালি ইআরপি/ অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার জানতে হবে।
বয়স: ৫ জানুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: ডিইডব্লিউর নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী। মূল বেতনের সঙ্গে অন্যান্য ভাতা ও বোনাস ডিইডব্লিউর নিজস্ব বেতন/ মজুরি কাঠামো, নিয়োগ নীতিমালা ও প্রচলিত নিয়মানুযায়ী (প্রযোজ্য ক্ষেত্রে) দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা/ সিটি করপোরেশনের মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/ জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন (অনলাইন ভেরিফায়েড কপি যদি থাকে), শিক্ষাগত যোগ্যতার সনদ/ প্রত্যয়নপত্র এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা–সংক্রান্ত সব সনদের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম ও মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর-১৪১০, বন্দর, নারায়ণগঞ্জ।
আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি ২০২৫।