বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, বয়স ৫০ হলেও আবেদন
বেসরকারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি এমএসই অ্যান্ড ইমারজেন্সি করপোরেট বিজনেসে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: আরও/আরএম (অফিসার-সিনিয়র এক্সিকিউটিভ অফিসার), এমএসই অ্যান্ড ইমারজেন্সি করপোরেট বিজনেসে
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে এমএসই/ইমারজেন্সি করপোরেট বিজনেসে অন্তত ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং/ফিন্যান্সিয়াল সার্ভিসেস, এসএমই প্রোডাক্টস অ্যান্ড কমপ্লায়েন্সেস বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। যোগাযোগ ও পিপল ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
বয়স: ২২ থেকে ৫০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন-ভাতা: আকর্ষণীয় বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪।