ডিপিডিসি নিচ্ছে একাধিক কর্মী, দ্রুত আবেদন করুন
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) উপসহকারী ইঞ্জিনিয়ার পদে চুক্তি ভিত্তিতে ১৫ জন প্রকৌশলী নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল রোববার। আগ্রহী প্রার্থীদের এর মধ্যেই অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ১২
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে জিপিএ/ সিজিপিএ-৫-এর স্কেলে অন্তত ৪.০ এবং ৪-এর স্কেল অন্তত ৩.০ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
বেতন-ভাতা: মাসিক মূল বেতন ৩৯,০০০ টাকা। এ ছাড়া মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া (ঢাকায়) এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় ৫০ শতাংশ বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, বছরে একটি বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, ছুটি ভাতা, চিকিৎসাসুবিধা ও যাতায়াতে পরিবহনসুবিধা আছে।
২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পাওয়ার)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে জিপিএ/ সিজিপিএ-৫-এর স্কেলে অন্তত ৪.০ এবং ৪-এর স্কেল অন্তত ৩.০ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
বেতন-ভাতা: মাসিক মূল বেতন ৩৯,০০০ টাকা। এ ছাড়া মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া (ঢাকায়) এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় ৫০ শতাংশ বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, বছরে একটি বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, ছুটি ভাতা, চিকিৎসাসুবিধা ও যাতায়াতে পরিবহনসুবিধা আছে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০২৩ সালের ১৫ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ডিপিডিসির কর্মীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
চাকরির ধরন: এক বছরের প্রবেশনকালসহ প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি তিন বছর পরপর চুক্তির মেয়াদ নবায়নযোগ্য।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটের এই লিংকে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের ছবি, স্বাক্ষর এবং এসএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সনদের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। কারিগরি সহায়তার জন্য ০১৫৫৮০৫৬১৩৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
আবেদন ফি
আবেদন ফি বাবদ ১,৫০০ নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৩।