বেসরকারি সংস্থায় ঢাকায় চাকরি, বেতন সাড়ে তিন লাখ
বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিডেট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় ন্যাশনাল এসবিসি কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: ন্যাশনাল এসবিসি কনসালট্যান্ট (ইমারজেন্সি)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজকর্ম, সমাজকল্যাণ, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, অ্যাডভোকেসি, পিস স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতিসংঘের কোনো সংস্থা বা আন্তর্জাতিক সংস্থায় সোস্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্ল্যানিং, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন ও অ্যাডভোকেসিতে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আরসিসিই/এসবিসিসি/এএপি সংশ্লিষ্ট কো–অর্ডিনেশন ও ইমপ্লিমেন্টেশনে অভিজ্ঞ হতে হবে। অন্য কোনো দেশে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ৩,৫০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কাভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি [email protected]–এ ঠিকানায় মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২২।