আইসিডিডিআরবিতে চাকরি, বেতন বছরে ১৪ লাখ ৫৯ হাজার

মডেল: নাহিদা আহমেদ
ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সিনিয়র প্রোগ্রামার পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: সিনিয়র প্রোগ্রামার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় সফটওয়্যার ডেভেলপমেন্ট ডোমেইনে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। একাধিক প্রকল্প ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাঙ্গুলার, ডট নেট কোর এমভিসি ও এসকিউএল সার্ভার ডেটাবেজ ব্যবহারে করে অ্যাপ্লিকেশন ডেভলপিং বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: মহাখালী, ঢাকা
বেতন: বছরে বেতন ১৪ লাখ ৫৯ হাজার ২০ টাকা।
সুযোগ-সুবিধা: বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), উৎসব বোনাস, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের চিকিৎসাসুবিধা, জীবনবিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন, ডে কেয়ার সুবিধাসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৪।

আরও পড়ুন
আরও পড়ুন