চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস কি ৪৮তম
সম্প্রতি সরকারের পক্ষ থেকে যে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের কথা উঠেছে, তা কি ৪৮তম বিসিএস হতে যাচ্ছে? অঘোষিতভাবে সেই দিকেই এগোচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সম্প্রতি পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম প্রথম আলোকে এই কথা জানিয়েছেন। নতুন বিসিএস বা বিশেষ বিসিএস, যা–ই হোক, চিকিৎসকদের নিয়োগ দেওয়ার এই বিসিএস ৪৮তম বিশেষ বিসিএসের দিকেই মোড় নিচ্ছে।
চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক সায়েদুর রহমান। সম্প্রতি নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সায়েদুর রহমান। তিনি বলেন, বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষা দেওয়ার বয়স ৩২ বছর। এটাকে দুই বছর বাড়িয়ে চিকিৎসকদের বিসিএস পরীক্ষার বয়স ৩৪ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
অধ্যাপক সায়েদুর রহমান বলেন, বিগত সরকারের সময় বঞ্চিত হয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের কারণে চিকিৎসকেরা গত বুধবার তাঁদের বেতন-ভাতা নিয়ে ধর্মঘট করেছিলেন। তাঁদের দাবিদাওয়া নিয়ে বর্তমান সরকার আন্তরিক। অন্তর্বর্তী সরকার শিগগিরই কিছু সিদ্ধান্তের মাধ্যমে তাঁদের এসব দাবি পূরণ করার চেষ্টা করবে।
সরকারের আশ্বাসের ভিত্তিতে চিকিৎসকেরা গত বুধবার আন্দোলন থেকে সরে এসেছেন জানিয়ে বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেন, ‘তবে এখনো কিছু ইন্টার্ন চিকিৎসক শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত রয়েছেন। আমরা সরকারের পক্ষ থেকে অনুরোধ করছি, সবাই যেন নিজেদের দায়িত্ব পালন করেন।’ চিকিৎসক ও রোগীদের সুরক্ষার জন্য আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে। এক সপ্তাহের মধ্যে আইনি প্রক্রিয়ার কাজটি শেষ হবে বলেও জানান অধ্যাপক সায়েদুর রহমান।
নতুন বিসিএস থেকে কেন, আগের বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকেই তো চিকিৎস নিয়োগ দ্রুত সময়ে দেওয়া যাবে—এমন প্রশ্নে পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আগের দুটি বিশেষ বিসিএসে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। একটি ৩৯তম আরেকটি ৪২তম বিশেষ বিসিএস। এগুলো বেশ আগে নেওয়া হয়েছে ও আগের সরকারের আমলের। নতুনভাবে না নিলে নিয়োগ নিয়ে বিতর্ক উঠতে পারে। সে জন্য নতুন বিসিএস থেকেই দুই হাজার চিকিৎসক নিয়োগের পক্ষে যুক্তি দিয়েছেন ওই কর্মকর্তা। নতুন বিসিএস হলে কোনো বিতর্ক থাকবে না বলে মনে করেন তিনি।