ইরিতে চাকরি, মূল বেতন ৩ লাখ ৭৫ হাজার, আছে মাতৃত্বকালীন ভাতা
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কান্ট্রি সাপোর্ট সার্ভিস ম্যানেজার–বাংলাদেশ পদে কর্মী নিয়োগ দেবে। প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: কান্ট্রি সাপোর্ট সার্ভিস ম্যানেজার-বাংলাদেশ
পদসংখ্যা: ১
যোগ্যতা: ম্যানেজমেন্টে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট বা প্রশাসনিক কাজে অন্তত ৯ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ম্যানেজমেন্টে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট বা প্রশাসনিক কাজে অন্তত ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে পারদর্শী হতে হবে। হিউম্যান রিসোর্সেস, প্রকিওরমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, লজিস্টিকস, ওএইচএস, সিকিউরিটি অ্যান্ড প্রোটোকলে বিস্তর জানাশোনা থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সরকার ও নীতিনির্ধারণী কর্তৃপক্ষের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও ইন্টারনেটের কাজ জানতে হবে। ইআরপি ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: বাংলাদেশ অফিস, ঢাকা
বেতন: মাসিক মূল বেতন ২,১৫,২৯৯ থেকে ৩,৭৫,৮৭৪ টাকা।
সুযোগ-সুবিধা: মাসিক বেতন ছাড়াও রয়েছে মূল বেতনের ৩০ শতাংশ বাসাভাড়া, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা, মাতৃত্বকালীন ভাতা, স্বাস্থ্যবিমাসহ অন্যান্য সুবিধা।