সার্কের অধীনে ভুটানে চাকরি, বেতন ৭ লাখ ৮৯ হাজার

ছবি: চাকরি-বাকরি

সার্কের আঞ্চলিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সার্ক ডেভেলপমেন্ট ফান্ড (এসডিএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কর্মকর্তা নিয়োগ দেবে। সার্কভূক্ত দেশের নাগরিকেরা এই পদে আবেদন করতে পারবেন। আগ্রহীদের ই–মেইলে সিভি পাঠাতে হবে।

পদের নাম: চিফ এক্সিকিউটিভ অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: ফিন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিজনেস ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা পাবলিক পলিসি বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আন্তর্জাতিক/আঞ্চলিক/জাতীয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে অথবা কোনো উন্নয়ন প্রকল্পের ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নেতৃত্বের পর্যায়ে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট অ্যাপ্রাইজাল ও বাজেট/পোর্টফোলিও ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়স: ৪৫ থেকে ৫৫ বছর
চাকরির ধরন: পাঁচ বছরের চুক্তিভিত্তিক (পরবর্তী পাঁচ বছরের জন্য নবায়নযোগ্য)
কর্মস্থল: এসডিএফ সেক্রেটারিয়েট, থিম্পু, ভুটান
বেতন–ভাতা: মাসিক বেতন প্রায় ৭,৮৯,৬১৩ টাকা (৬,৬০০ মার্কিন ডলার)। এ ছাড়া এসডিএফের নীতিমালা অনুযায়ী আবাসন, পরিবহনসহ অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এসডিএফের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণপত্রসহ সিভি এসডিএফের অফিসার ইনচার্জ বরাবর ঠিকানায় ই–মেইল করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৪।

আরও পড়ুন
আরও পড়ুন