অক্সফামে চাকরির সুযোগ, বেতন বছরে ২৩ লাখ ৩৪ হাজার

মডেল: ইয়াসফি, হাদী ও রিয়া
ছবি: খালেদ সরকার

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে ইনফ্লুয়েন্সিং, কমিউনিকেশনস, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: হেড অব আইসিএএম (ইনফ্লুয়েন্সিং, কমিউনিকেশনস, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া)
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: গণযোগাযোগ, আন্তর্জাতিক সম্পর্ক, সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ, অ্যাডভার্টাইজিং, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, বিহেভিয়ারাল কমিউনিকেশনস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় নেতৃত্বের সমপদে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিসার্চ, অ্যাডভোকেসি/অ্যাকটিভিজম ও প্রোগ্রাম ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। অসমতা ও টেকসই উন্নয়ন বিষয়ে দেশি ও বিদেশি নীতি সম্পর্কে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন: বছরে (১৩ মাস) বেতন ২৩,৩৪,৬০৪ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৮ জুলাই ২০২৩।

আরও পড়ুন