বেসরকারি সংস্থা নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, বেতন ৫৫,০০০
বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজমেন্ট টেইনি অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। স্নাতকে সিজিপিএ–৪.০০–এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। এইচএসসি ও এসএসসিতে জিপিএ–৫.০০–এর মধ্যে কমপক্ষে ৪.৫০ থাকতে হবে। বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে। তবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ২৮ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: এমটিও পদে নির্বাচিত হলে এক বছরের শিক্ষানবিশকাল থাকতে হবে। বেতন হবে ৫৫,০০০ টাকা। এক বছরের শিক্ষানবিশকাল শেষে স্থায়ী কর্মী হিসেবে বিবেচিত হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৩।