ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটে চাকরি, নেবে ইংরেজি শিক্ষক
ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট ইংরেজি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।
পদের নাম: জ্যেষ্ঠ সহকারী শিক্ষক (ইংরেজি)
পদ সংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স বা সমমান। ইংরেজি মাধ্যম স্কুল থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল সমাপ্ত। ইংরেজিতে কথা বলা ও লেখায় দক্ষ হতে হবে। কমপক্ষে দুই বছর শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ইসলাম ধর্মের অনুশাসন নিষ্ঠার সঙ্গে মেনে চলতে হবে।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে নবম গ্রেডে বেতন দেওয়া হবে। মূল বেতন ২২ হাজার টাকা। সব মিলিয়ে মাসে বেতন ৩৪ হাজার ৫০০ টাকা।
আবেদনের ঠিকানা
আগ্রহী প্রার্থীদের ই-মেইলে ([email protected]) সিভি পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়
১৫ অক্টোবর, ২০২৪