বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ, পদ ১৭২
সুপার স্পেশালাইজড হাসপাতাল (এসএসএইচ), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে নবসৃষ্ট ৮ ক্যাটাগরির পদে ৪র্থ থেকে ৯ম গ্রেডে ১৭২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: কনসালট্যান্ট
পদসংখ্যা: ৯৬
যোগ্যতা: ক্লিনিক্যাল বিষয়ে বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা সমমান ডিগ্রি। নির্দিষ্ট বিষয়ে এমডি বা এমএস, এফসিপিএস/সিসিএম/ ডিএমআরটি/ডিএমআরডি/ডিএমপিএম/এমফিল অথবা সমমানের ক্লিনিক্যাল পোস্টগ্র্যাজুয়েট। পোস্টগ্র্যাজুয়েট যোগ্যতা অবশ্যই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক স্বীকৃত হতে হবে। উল্লিখিত মানের অথবা সমমানের পোস্টগ্র্যাজুয়েট যোগ্যতা থাকা অপরিহার্য বলে বিবেচিত হবে। অ্যানেসথেসিয়ার ক্ষেত্রে এমডি, এফসিপিএস, এফএফএ, ডিপ্লোমা।
বয়স: বয়স অনূর্ধ্ব ৪২ বছর। বিএসএমএমইউর সংশ্লিষ্ট বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)২. পদের নাম: মেডিকেল অফিসার (মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিকস)
পদসংখ্যা: ৬৮
যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা সমমান ডিগ্রি। বিএমডিসি কর্তৃক স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত। বিভাগীয় প্রার্থী ও বিএসএমএমইউ থেকে প্রাপ্ত পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: বয়স অনূর্ধ্ব ৩২ বছর। বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৩. পদের নাম: তত্ত্বাবধায়ক প্রকৌশলী
পদসংখ্যা: ১
যোগ্যতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ বিভাগ/ সমমানসহ সিভিল/ ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বিশ্ববিদ্যালয়ে অথবা সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ন্যূনতম ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা, এর মধ্যে নির্বাহী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল) সমমানের পদে ন্যূনতম ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: বয়স অনূর্ধ্ব ৪৮ বছর। অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)
৪. পদের নাম: অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১
যোগ্যতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ বিভাগসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক (সম্মান)/ বিবিএ/ এমবিএ সমমান ডিগ্রি থাকতে হবে। সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রথম শ্রেণির কর্মচারী পদে ন্যূনতম ১২ বছরের চাকরির অভিজ্ঞতা, এর মধ্যে ৫ম গ্রেডে ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: বয়স অনূর্ধ্ব ৪৮ বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)৫. পদের নাম: উপপরিচালক (আইটি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ বিভাগসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রথম শ্রেণির কর্মচারী পদে ন্যূনতম ১২ বছরের চাকরির অভিজ্ঞতা, এর মধ্যে প্রোগ্রামার (আইটি)/ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (আইটি)/ সহকারী পরিচালক (আইটি) ৭ম গ্রেডে ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: বয়স অনূর্ধ্ব ৪২ বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)
৬. পদের নাম: পারফিউশনিস্ট
পদসংখ্যা: ২
যোগ্যতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ বিভাগে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীববিদ্যা/ পদার্থবিদ্যায় স্নাতকসহ (সম্মান) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মেডিকেল পারফিউশন/ এমবিবিএস ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: বয়স অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার পোষ্যের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৭. পদের নাম: সহকারী প্রকৌশলী (বায়োমেডিকেল)
পদসংখ্যা: ২
যোগ্যতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ বিভাগ/ সমমানসহ পাবলিক প্রতিষ্ঠান থেকে ইলেকট্রো মেডিকেল/ বায়োমেডিকেল বিষয়ে স্নাতক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: বয়স অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার পোষ্যের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)৮. পদের নাম: চিফ শেফ
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান/ কলা/ সামাজিক বিজ্ঞান/ বাণিজ্য-সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক সনদপ্রাপ্ত হতে হবে। বিশ্ববিদ্যালয়ে অথবা সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত/ বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: বয়স অনূর্ধ্ব ৩৬ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
আবেদন ফি
পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেডের যেকোনো অনলাইন শাখায় রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূবালী ব্যাংক লিমিটেড ঢাকার শাহবাগ অ্যাভিনিউ শাখা, ঢাকার অ্যাকাউন্ট নম্বর এসটিডি-৪৩০-এর বিপরীতে ৩য় থেকে ৯ম গ্রেডভুক্ত আবেদনকারী প্রার্থীদের জন্য ১ হাজার ২০০ টাকা জমা দিতে হবে। টাকা জমার রসিদ অনলাইন আবেদনের সময় আপলোড করতে হবেG
আবেদনের শেষ সময়: ৩ অক্টোবর ২০২৩, বেলা আড়াইটা পর্যন্ত।