পানি উন্নয়ন বোর্ডে নবম গ্রেডে চাকরির সুযোগ

পানি ভবন
ছবি: পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহকারী পরিচালক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী পরিচালক (অহিনি)
পদসংখ্যা: ১৫
যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ফিনান্স বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড ৯)

যেভাবে আবেদন

প্রার্থীকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনলাইন রিক্রটমেন্ট পোর্টালে (rms.bwdb.gov.bd/orms) প্রবেশ করে আবেদন ফরম পূরণ করে পাঠাতে হবে। কোনো আবেদনপত্র সরাসরি বা হার্ডকপি গ্রহণ করা হবে না।

আবেদন ফি

পরীক্ষা ফি বাবদ ৬০০ টাকা অনলাইনে আবেদনের সময় জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৪ জানুয়ারি, ২০২৩।