অ্যাকশনএইড নেবে নারী কর্মী, বেতন লাখের বেশি

মডেল: নাহিদা আহমেদ
ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক সাহায্য সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট প্রজেক্টে (এইচজিএসপি) প্রকল্পে এমএইচপিএসএস সিনিয়র অফিসার পদে নারী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: এমএইচপিএসএস সিনিয়র অফিসার
    প্রজেক্ট: হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট প্রজেক্টে (এইচজিএসপি)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মেন্টাল হেলথ ও সাইকোলজিক্যাল সাপোর্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা রেসপন্স প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে শর্ত শিথিলযোগ্য। জিবিভি প্রিভেনশন অ্যান্ড রেসপন্সে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে ভালো। প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: মহেশখালী, কক্সবাজার
বেতন: মাসিক মোট বেতন ১,০৭,৭৩৯ টাকা। এর সঙ্গে মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে অ্যাকশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৩।