বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন–ভাতার পাশাপাশি আছে গাড়ি
বেসরকারি প্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চিফ মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: চিফ মার্কেটিং অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচার বা যেকোনো বিষয়ে এমএসসি অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে। এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সিডস, অ্যাগ্রোকেমিক্যালস, ফার্টিলাইজারস, ফার্ম মেশিনারি বা ক্রপ প্রোটেকশন প্রোডাক্টস মার্কেটিংয়ে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হতে হবে।
কর্মস্থল: এসিআই সেন্টার, ঢাকা
বেতন–ভাতা: বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, গোষ্ঠী জীবন বিমা, দুপুরের খাবার, স্বাস্থ্যসুবিধা ও সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪।