আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ১৭ লাখ ৬৭ হাজার

ছবি: ক্রিশ্চিয়ান এইডের ফেসবুক পেজ থেকে নেওয়া

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে কোয়ালিশন প্রজেক্ট কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: কোয়ালিশন প্রজেক্ট কো-অর্ডিনেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: উন্নয়ন খাতে অন্তত আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বড় বা একই ধরনের প্রকল্পে ম্যানেজারিয়াল পদে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের পোশাক শিল্পখাতে কোনো উন্নয়ন প্রকল্প ডিজাইন ও বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে। বাজেট পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে ভালো জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হওয়াসহ রিপোর্ট লেখা ও সম্পাদনায় পারদর্শী হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৫ ঘণ্টা
বেতন: বছরে মোট বেতন ১৭ লাখ ৬৭ হাজার ৭৫১ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ক্রিশ্চিয়ান এইডের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে [email protected] এই ঠিকানায় যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: ৫ আগস্ট ২০২৩।