সিআরপি নার্সিং কলেজে চাকরি, প্রতিবন্ধী ও নারী প্রার্থীদের অগ্রাধিকার

পক্ষাঘাতগ্রস্ত প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, প্রশিক্ষণ ও পুনর্বাসনে দেশের বৃহত্তম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিচালিত সিআরপি নার্সিং কলেজে সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিবন্ধী ও নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

১. পদের নাম: সহযোগী অধ্যাপক

পদসংখ্যা:

যোগ্যতা: বিএসসি ইন নার্সিং, এমএসসি (নার্সিং) অথবা এমপিএইচ ডিগ্রি এবং ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ৪ বছর সহকারী অধ্যাপক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: সর্বসাকুল্যে ৫৮,৯৮০ টাকা

২. পদের নাম: সহকারী অধ্যাপক

পদসংখ্যা: ৩

যোগ্যতা: বিএসসি ইন নার্সিং, এমএসসি (নার্সিং) অথবা এমপিএইচ ডিগ্রি এবং প্রভাষক পদে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: সর্বসাকুল্যে ৩৯,৯৪০ টাকা

আরও পড়ুন

৩. পদের নাম: প্রভাষক, বেসিক মেডিকেল সায়েন্স

পদসংখ্যা:

যোগ্যতা: এমবিবিএস পাসসহ বিএমডিসির নিবন্ধনপ্রাপ্ত। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: সর্বসাকুল্যে ৩৩,৪৯৪ টাকা

৪. পদের নাম: প্রভাষক, গ্র্যাজুয়েট নার্সিং

পদসংখ্যা:

যোগ্যতা: বিএসসি ইন নার্সিং, এমএসসি (নার্সিং) অথবা এমপিএইচ ডিগ্রি

বেতন স্কেল: সর্বসাকুল্যে ৩০,৪২০ টাকা

বয়স

প্রভাষক ও ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পদে সর্বোচ্চ বয়স ৩০ বছর এবং সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ৩২ বছর ও ৩৫ বছর বয়স হতে হবে।

আরও পড়ুন

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীরা মুঠোফোন নম্বর উল্লেখ করে পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রকাশনার ফটোকপি ও অনলাইন লিংক (প্রযোজ্য ক্ষেত্রে),নাগরিকত্বের সনদ, জন্মনিবন্ধন/ভোটার আইডি কার্ডের ফটোকপি, অভিজ্ঞতার সনদ এবং দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ তিন কপি আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

অধ্যক্ষ, সিআরপি নার্সিং কলেজ, সিআরপি, চাঁপাইন, সাভার, ঢাকা-১৩৪৩।

আবেদনের শেষ সময়

৩১ ডিসেম্বর, ২০২৪।

আরও পড়ুন