সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে পোস্টডক্টরাল ফেলো পদে তিনজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ই-মেইলে পাঠাতে হবে।
পদের নাম: পোস্টডক্টরাল ফেলো
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি/অ্যাগ্রিকালচার ইকোনমিকস/হেলথ ইকোনমিকস/ডেমোগ্রাফি বা এ ধরনের বিষয়ে অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে। স্বাধীনভাবে মানসম্পন্ন গবেষণার উদ্যোগ ও তা করার সক্ষমতা থাকতে হবে।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগ–সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে [email protected] এই ঠিকানায় ই-মেইল করে দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোনো প্রকাশনা ও সনদ/মার্কশিট পাঠানোর প্রয়োজন নেই। ই–মেইল পাঠানোর পর আবেদনকারীর ই–মেইলে একটি স্বয়ংক্রিয় প্রাপ্তিস্বীকারপত্র যাবে। আবেদনকারী তা দুই দিনের মধ্যে গ্রহণ না করলে আবেদনপত্র, প্রকাশনা ও সনদ ডাকযোগে পাঠাতে হবে।
ডাকযোগে আবেদনপত্র, প্রকাশনা ও সনদ পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, ই–১৭, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা–১২০৭।
আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর, ২০২৩।