বেসরকারি ব্যাংকে স্নাতক পাসে নিয়োগ, বেতন শুরু ৩৬ হাজারে, প্রবেশন শেষে ৪৫,০০০
বেসরকারি ইস্টার্ণ ব্যাংক পিএলসিতে ‘কাস্টমার সার্ভিস অফিসার (অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ইস্টার্ণ ব্যাংকের ক্যাশ এরিয়া, ব্রাঞ্চ অ্যান্ড সাব ব্রাঞ্চের বিভাগে কাস্টমার সার্ভিস অফিসার (অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে কতজন নেওয়া হবে, তা নির্ধারিত নয়।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক। সিজিপিএ ৩–এর ওপরে থাকতে হবে।
অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর
বেতন: ৩৬,০০০ টাকা প্রবেশন সময়ে। প্রবেশন সময় ৬ মাস। প্রবেশন শেষে মাসে বেতন হবে ৪৫ হাজার টাকা।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: দেশের যেকোনো ব্রাঞ্চে নিয়োগ।
আবেদনের নিয়ম: আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ সময়: ৩০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।