সুপ্রিম কোর্ট আপিল বিভাগে নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। অস্থায়ীভাবে পাঁচ পদে মোট ৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।
পদের বিবরণ
১.
পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা (পিও)
পদসংখ্যা: ২
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা: (ক) সাঁটলিপি ও টাইপিংয়ে দক্ষতাসম্পন্ন কমপক্ষে স্নাতক ডিগ্রি সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
(খ) কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
২.
পদের নাম: স্টেনো-টাইপিস্ট
পদসংখ্যা:৩
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা: (ক) সাঁটলিপি ও টাইপিংয়ে দক্ষতাসম্পন্ন কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
(খ) কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩.
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২১৮০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা: (ক) কমপক্ষে এসএসসি ও সমমানের শিক্ষাগত যোগ্যতা।
(খ) বৈধ লাইসেন্সধারী হতে হবে।
(গ) অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪.
পদের নাম: এমএলএসএস
পদসংখ্যা: ১
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮ ২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাস হতে হবে।
৫.
পদের নাম: চৌকিদার
পদসংখ্যা: ১
গ্রেড: ২০
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাস হতে হবে।
আবেদনের শর্তাবলি-
১.
দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখে (৩১ ডিসেম্বর ২০২৪ সাল) প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২.
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতিতে/মাধ্যমে আবেদন করতে হবে এবং এ–সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম-
অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরু ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩১ ডিসেম্বর বিকেল ৪টা।
আবেদন ফি কত-
৩১ ডিসেম্বর সময়সীমার মধ্যে User ID–প্রাপ্ত প্রার্থীরা Online–এ আবেদনপত্র Submit–এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি ২০০ টাকা জমা দিতে পারবেন।
চাকরিতে আবেদনের বয়স
প্রার্থীর বয়স ৩১ ডিসেম্বরে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।