হাঙ্গার প্রজেক্টে ঢাকায় চাকরি, বছরে সর্বোচ্চ বেতন ১ কোটি ৭ লাখ

প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ফরম পূরণ করে আবেদন করতে হবে।

পদের নাম: কান্ট্রি ডিরেক্টর-বাংলাদেশ

পদসংখ্যা: ১

আরও পড়ুন

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস, পাবলিক পলিসি, সমাজকর্ম, অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, জেন্ডার স্টাডিজ, হিউম্যান রাইটস, সমাজবিজ্ঞান বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পশ্চিমা কোনো বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি থাকতে হবে। কোনো অলাভজনক বা উন্নয়ন প্রকল্পে নেতৃত্বের পর্যায়ে অন্তত ১০ বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। সমস্যার সমাধান ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও গুগল স্যুট এবং ফাইল শেয়ারিং প্রটোকল যেমন ড্রপবক্স ও শেয়ারপয়েন্টের কাজ জানতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

বেতন: বছরে বেতন ৭০,০০০-৯০,০০০ ডলার (প্রায় ৮৩ লাখ ৬৮ হাজার ৯৩৩ থেকে ১ কোটি ৭ লাখ ৬০ হাজার ৫৬ টাকা)

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের দ্য হাঙ্গার প্রজেক্টের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। নির্ধারিত স্থানে ওয়ার্ড ফাইলে ইংরেজিতে লেখা সিভি (সর্বোচ্চ ১০ মেগাবাইট) আপলোড করে Apply Now বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৬ নভেম্বর ২০২৪।