চিকিৎসক নিয়োগে বিশেষ বিসিএস নিতে চায় পিএসসি

চিকিৎসকপ্রতীকী ছবি

সরকার নতুন যে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা বলছে, তা ঠিক করতে বিশেষ বিসিএসের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগের বিসিএস থেকে নিয়োগ দিলে বিতর্ক হতে পারে, সে জন্য নতুন বিসিএসের মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা উচিত বলে মনে করে সংস্থাটি।

জানতে চাইলে পিএসসির একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরকার যে নতুন চিকিৎসক নিয়োগের কথা বলছে, তা সম্পন্ন করতে হলে বিশেষ বিসিএস নেওয়া যেতে পারে। দ্রুততম সময়ের মধ্যেই এটি করা যাবে। আগের বিসিএস থেকে নিয়োগ দিলে বিতর্ক হতে পারে। আর আগেরগুলো বেশ পুরোনো।

আরও পড়ুন

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চলমান নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমেই অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। গত মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিং করা হয়। সেখানে এ সিদ্ধান্তের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আরও পড়ুন
আরও পড়ুন