খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
খুলনা বিশ্ববিদ্যালয়ে পাঁচজন অধ্যাপক ও তিনজন সহযোগী অধ্যাপক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধ্যাপকের পাঁচটি পদের মধ্যে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে একজন, মানবসম্পদ ব্যবস্থাপনায় দুজন, ইতিহাস ও সভ্যতায় একজন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে একজন। এ পদের বেতন স্কেল ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা।
সহযোগী অধ্যাপকের তিনটি পদের মধ্যে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে একজন এবং ইতিহাস ও সভ্যতা বিভাগে দুজন নেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৫০,০০০–৭১,২০০ টাকা।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ সেট আবেদনপত্র ডাকযোগে/সরাসরি হার্ড কপি পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের কপি, সব মার্কশিট/ট্রান্সক্রিপ্টের কপি এবং নাগরিকত্ব সনদ/জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।
অনলাইনে আবেদনের নিয়ম ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন ফি বাবদ ৬০০ টাকা অনলাইনে জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।