সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, পদ ২১, আবেদন ফি ৫০০

মডেল: ইয়াসফি ও হাদীছবি: খালেদ সরকার

বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৫ ক্যাটাগরির পদে ১৭ থেকে ১৯তম গ্রেডে ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: মেশিনিস্ট/টেকনিশিয়ান

পদসংখ্যা:

যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল মেইনটেন্যান্স/মেশিন টুলস অপারেশন/মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস হতে হবে। সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা এসএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কারিগরি কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫–এর স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪–এর স্কেলে ন্যূনতম ২.৭৫ প্রাপ্ত হতে হবে।

বয়স: ২০ থেকে ৩৫ বছর।

মূল বেতন: ১৭,০০০ টাকা (গ্রেড-১৭)

সুযোগ-সুবিধা: বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটি নগদায়ন, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা ও অন্যান্য প্রান্তিক সুবিধা দেওয়া হবে।

২. পদের নাম: পাম্প অপারেটর

পদসংখ্যা:

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাসসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল মেইনটেন্যান্স/মেশিন টুলস অপারেশন/মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস হতে হবে। সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা এসএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কারিগরি কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫–এর স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪–এর স্কেলে ন্যূনতম ২.৭৫ প্রাপ্ত হতে হবে।

বয়স: ২০ থেকে ৩৫ বছর।

মূল বেতন: ১৫,৫০০ টাকা (গ্রেড–১৮)

সুযোগ–সুবিধা: বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটি নগদায়ন, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা ও অন্যান্য প্রান্তিক সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন

৩. পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা:

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাস। কারিগরি কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫–এর স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪–এর স্কেলে ন্যূনতম ২.৭৫ প্রাপ্ত হতে হবে।

বয়স: ১৮ থেকে ৩০ বছর।

মূল বেতন: ১৫,৫০০ টাকা (গ্রেড-১৮)

সুযোগ-সুবিধা: বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটি নগদায়ন, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা ও অন্যান্য প্রান্তিক সুবিধা দেওয়া হবে।

মডেল: নাহিদা আহমেদ
ছবি: সাবিনা ইয়াসমিন
আরও পড়ুন

৪. পদের নাম: নিরাপত্তা সহায়ক/প্রহরী

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫–এর স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪–এর স্কেলে ন্যূনতম ২.৭৫ প্রাপ্ত হতে হবে। আইনশৃঙ্খলা সম্পর্কিত প্রাথমিক জ্ঞান ও প্রশিক্ষণ থাকতে হবে। তবে অবসরপ্রাপ্ত সেনা/বিজিবি/পুলিশ/আনসার বাহিনীর সদস্যদের বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিলক্রমে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: ১৮ থেকে ৩০ বছর।

মূল বেতন: ১৪,৫০০ টাকা (গ্রেড-১৯)

সুযোগ-সুবিধা: বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটি নগদায়ন, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা ও অন্যান্য প্রান্তিক সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন

৫. পদের নাম: অফিস সহায়ক (ওএসএস)

পদসংখ্যা: ১৫

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫–এর স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪–এর স্কেলে ন্যূনতম ২.৭৫ প্রাপ্ত হতে হবে।

বয়স: ১৮ থেকে ৩০ বছর।

মূল বেতন: ১৪,৫০০ টাকা (গ্রেড-১৯)

সুযোগ-সুবিধা: বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটি নগদায়ন, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা ও অন্যান্য প্রান্তিক সুবিধা দেওয়া হবে।

চাকরির ধরন: এক বছর শিক্ষানবিশকালসহ তিন বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগযোগ্য। পরবর্তী সময়ে সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরির মেয়াদ ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফরম ও অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত নিয়মাবলি একই ওয়েবসাইটে পাওয়া যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী ৩১ অক্টোবর ২০২৪, বেলা ১১টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।