বিদেশি সংস্থায় কক্সবাজারে চাকরি, বেতন ৭৬,০০০

প্রতীকী ছবি: প্রথম আলো

সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে কুতুপালং–বালুখালী এক্সপানশন সাইটে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে সিভিসহ আবেদন পাঠাতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: হিউম্যানিটারিয়ান বা কনফ্লিক্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত এক বছর হিউম্যারিটারিয়ান বা ডেভেলপমেন্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ানটিটেটিভ ও কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন এবং টুল ডেভেলপমেন্টে অভিজ্ঞ হতে হবে। মুঠোফোন ডেটা কালেকশন যেমন ওডিকে ও কোবোর কাজ জানতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইনডিজাইনসহ অ্যাডোব স্যুট, এসপিএসএস ও রিসার্চ সফটওয়্যারের কাজ জানতে হবে। যোগাযোগ ও সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা ভাষা জানা থাকলে ভালো। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল: কক্সবাজার
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৭৩,০০০–৭৬,০০০ টাকা (দক্ষতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কভার লেটারসহ (এক পৃষ্ঠা) পূর্ণাঙ্গ সিভি (দুই পৃষ্ঠা) [email protected] ঠিকানায় ই–মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২২।