বিদেশি সংস্থায় কক্সবাজারে চাকরি, বেতন ৭৬,০০০
সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে কুতুপালং–বালুখালী এক্সপানশন সাইটে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে সিভিসহ আবেদন পাঠাতে হবে।
পদের নাম: প্রজেক্ট অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: হিউম্যানিটারিয়ান বা কনফ্লিক্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত এক বছর হিউম্যারিটারিয়ান বা ডেভেলপমেন্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ানটিটেটিভ ও কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন এবং টুল ডেভেলপমেন্টে অভিজ্ঞ হতে হবে। মুঠোফোন ডেটা কালেকশন যেমন ওডিকে ও কোবোর কাজ জানতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইনডিজাইনসহ অ্যাডোব স্যুট, এসপিএসএস ও রিসার্চ সফটওয়্যারের কাজ জানতে হবে। যোগাযোগ ও সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা ভাষা জানা থাকলে ভালো। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল: কক্সবাজার
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৭৩,০০০–৭৬,০০০ টাকা (দক্ষতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কভার লেটারসহ (এক পৃষ্ঠা) পূর্ণাঙ্গ সিভি (দুই পৃষ্ঠা) [email protected] ঠিকানায় ই–মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২২।