খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ বিভিন্ন পদে চাকরি, ফি ৬০০
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে চারটি অনুষদে অধ্যাপক, পরিচালক ও প্রধান প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: অধ্যাপক
পদসংখ্যা: ২
বিভাগ: অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
পদের নাম: অধ্যাপক
পদসংখ্যা: ২
বিভাগ: অ্যাগ্রোনমি এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
পদের নাম: অধ্যাপক
পদসংখ্যা: ২
বিভাগ: অ্যাগ্রিকালচারাল ফাইন্যান্স ও কো-অপারেটিভ অ্যান্ড ব্যাংকিং, অ্যাগ্রিকালচারাল স্ট্যাটিস্টিকস অ্যান্ড বায়োইনফরমেটিকস
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
পদের নাম: অধ্যাপক
পদসংখ্যা: ১
বিভাগ: ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
পদসংখ্যা: ১
বিভাগ: প্রশাসনিক শাখা
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
পদের নাম: প্রধান প্রকৌশলী
পদসংখ্যা: ১
বিভাগ: প্রশাসনিক শাখা
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে এই ছয় পদের বিপরীতে ওয়েবসাইটে উল্লেখিত নিয়োগ যোগ্যতার আলোকে বিভিন্ন অনুষদ/বিভাগ/শাখা/দপ্তরের প্রতিটি পদের জন্য পৃথকভাবে ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড এবং প্রিন্ট করে প্রার্থীকে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমা দেওয়ার স্লিপ, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় প্রকাশনা, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সব সনদ ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (প্রতি সেটের সঙ্গে একটি করে), নাগরিকত্ব সনদ সংযুক্ত করে আট সেট পৃথক আবেদন জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (অস্থায়ী অফিস: বাড়ি নং-২০০, রোড নং-১২, ১ম ফেজ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খুলনা-৯১০০), খুলনা।
আবেদন ফি
প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে ৬০০ টাকার ব্যাংক ড্রাফট রেজিস্ট্রার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়
২৫ ফেব্রুয়ারি ২০২৪।