ইউএসএআইডিতে চাকরি, বেতন পৌনে চার লাখের বেশি, দুই দিন ছুটি
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট (কলাবোরেশন, লার্নিং অ্যান্ড অ্যাডাপটিং (সিএলএ)), এফএসএন-১০
পদের সংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশনস, অর্থনীতি, পরিসংখ্যান, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন, নলেজ ম্যানেজমেন্ট, প্রজেক্ট/ প্রোগ্রাম ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি থাকতে হবে। উন্নয়ন খাতে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডেভেলপমেন্ট অব প্রোগ্রাম রিলেটেড ইভাল্যুয়েশনস অ্যান্ড স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস, ডেভেলপমেন্ট অব স্ট্র্যাটেজিক ডিজাইন অ্যান্ড প্রোগ্রাম পলিসি, ডেভেলপমেন্ট অব প্রোগ্রাম ইমপ্যাক্ট ইন্ডিকেটরস, কলাবোরেশনস, লার্নিং, অ্যাডাপটিং, ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসে ২,১৫,৪৬৬ থেকে ৩,৮৮,৬৬৮ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: দুটি উৎসব বোনাসসহ টিএ, মুঠোফোন বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি, ইনস্যুরেন্স ও গ্র্যাচুইটির সুবিধা রয়েছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা ইউএসএআইডির ওয়েবসাইটের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করতে পারবেন। এ লিংকেই নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২২।