বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৮০,০০০ টাকা, সপ্তাহে দুদিন ছুটি

মডেল: ইয়াসফি, সিফাত, নুসরাত ও রিয়া
প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার অ্যান্ড লাইফ বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি স্থায়ী ভিত্তিতে হিউম্যান রিসোর্স বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: হিউম্যান রিসোর্স ম্যানেজার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি থাকতে হবে। অথবা সাইকোলজি/ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজারিয়াল/সুপারভাইজরি পদে অন্তত তিন বছর এবং বেসরকারি/আন্তর্জাতিক সংস্থায় অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। দল গঠন, সমস্যা সমাধান ও কাউন্সেলিংয়ে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ঢাকা ও চট্টগ্রামে ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: বনানী, ঢাকা
বেতন: মাসিক বেতন ৭০,০০০–৮০,০০০ টাকা (দক্ষতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)
সুযোগ–সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, স্বাস্থ্যবিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মুঠোফোন বিলসহ সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০২৩।