কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে চাকরি, আবেদন ফি ৫০-১০০

প্রতীকী ছবি: প্রথম আলো

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রামের অধীন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রতিষ্ঠানে ১৬টি শূন্য পদের বিপরীতে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: স্টোর কিপার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক। স্টোর কিপার হিসেবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, যশোর, বরিশাল ও সিলেট জেলার স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন।

  • ২. পদের নাম: সুবেদার
    পদসংখ্যা:
    যোগ্যতা: অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসারের সুবেদার। বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, যশোর, বরিশাল ও সিলেট জেলার স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন।

  • ৩. পদের নাম: হাবিলদার
    পদসংখ্যা:
    যোগ্যতা: অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসারের হাবিলদার। বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, যশোর, বরিশাল ও সিলেট জেলার স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন।

  • ৪. পদের নাম: লাইনম্যান ইলেকট্রিশিয়ান
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। ইলেকট্রিশিয়ানের সনদসহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন।

  • ৫. পদের নাম: পাম্প অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। পাম্প অপারেটর হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন।

  • ৬. পদের নাম: আরমারার
    পদসংখ্যা:
    যোগ্যতা: অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসারের আরমারার পদধারী হতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন।

  • ৭. পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন।

  • ৮. পদের নাম: নৈশপ্রহরী
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন।

ছবি: কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির ওয়েবসাইট থেকে নেওয়া
  • ৯. পদের নাম: বাবুর্চি
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। বাবুর্চি কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন।

আরও পড়ুন
  • ১০. পদের নাম: মালি
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। মালি কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন।

বয়সসীমা
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনির ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আরও পড়ুন

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ফরমেটে নিজ হাতে লিখে আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। একজন আবেদনকারী সর্বোচ্চ দুটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। খামের ওপর পদের নাম ও নিজ জেলার নাম লিখতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ও ঠিকানা সংবলিত ১০ টাকার অব্যবহৃত ডাকটিকিটযুক্ত একটি ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি সাইজের ফেরত খাম সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আঠা দিয়ে লাগিয়ে এবং তিন কপি রঙিন সত্যায়িত ছবি স্ট্যাপল করে দিতে হবে। ছবির পেছনে আবেদনকারী নাম ও স্বাক্ষর লিখতে হবে।

আবেদন ফি
মহাপরিচালক, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রামের অনুকূলে ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৭ থেকে ১০ নম্বর পদের জন্য ৫০ টাকার ট্রেজারি চালান, যার অর্থনৈতিক কোড: ১-১১৩৯-০০০১-২৬৮১-এ জমা দিতে হবে। ট্রেজারি চালান জমার কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, সাগরিকা রোড, চট্টগ্রাম ৪২১৯।

আবেদনের শেষ সময়: ২৮ সেপ্টেম্বর ২০২২।