ডিজেল প্ল্যান্টে নবম গ্রেডে চাকরি, বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে নবম গ্রেডে মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে।

  • পদের নাম: মেডিকেল অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: এমবিবিএস ও হাসপাতাল, ক্লিনিক বা স্বায়ত্তশাসিত সংস্থায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
    বয়স: ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রসহ আবেদনপত্র কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

আরও পড়ুন

আবেদন ফি
যেকোনো শিডিউলড ব্যাংক থেকে ‘বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড’-এর অনুকূলে ২০০ টাকা মূল্যমানের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, গাজীপুর সেনানিবাস, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৩, বেলা ৩টা পর্যন্ত।