আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ১৩ লাখ ৬৬ হাজার

মডেল: রিয়াদ ও নীলা
ছবি: খালেদ সরকার

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে প্রজেক্ট সিভিল ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট সিভিল ইঞ্জিনিয়ার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর বা স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা অথবা বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আর্থিক সহায়তায় ডিজাস্টার রিস্ক রিডাকশন প্রকল্প বাস্তবায়নে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টেকনাফে রোহিঙ্গা শিবিরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনসহ অটোক্যাড, আর্কজিআইএস, ওডিকের কাজ জানা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৫ ঘণ্টা
বেতন: বছরে মোট বেতন ১৩ লাখ ৬৬ হাজার ১৮৯ টাকা। এর সঙ্গে মেডিকেল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমার সুযোগ আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ক্রিশ্চিয়ান এইডের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে [email protected] এই ঠিকানায় যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: ১৭ জানুয়ারি ২০২৪।

আরও পড়ুন