বিদেশি সংস্থায় চাকরি, বেতন দুই লাখের বেশি

মডেল: রিয়া
ছবি: খালেদ সরকার

মানবাধিকার বিষয়ে ট্রান্সলেশন সার্ভিস নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ট্রান্সলেটরস উইদাউট বর্ডারস বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে ‘প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট
    বিভাগ: ইন্টারন্যাশনাল প্রোগ্রাম
    পদসংখ্যা:
    যোগ্যতা: ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও হিউম্যানিটারিয়ান এইড বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দেশি বা আন্তর্জাতিক কোনো সংস্থায় সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের বেশি সময়  চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাঙ্গুয়েজ টেকনোলজি বিষয়ে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অন্য কোনো ভাষা বা বাংলাদেশের কোনো আঞ্চলিক ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। উপস্থাপনায় পারদর্শী হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: কান্ট্রি অফিস, ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৯০,০০০ থেকে ২,১০,০০০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Job-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৩।