ঢাকায় সুইডেন দূতাবাসে চাকরি, কাজ সপ্তাহে ৩৭ ঘণ্টা

মডেল: নুসরাত ও সিফাতছবি: খালেদ সরকার

সুইডেন দূতাবাস ঢাকা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এই দূতাবাসে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট/ ফিন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।

  • পদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট/ ফিন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। কোনো দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি সংস্থায় একই ধরনের পদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: সুইডেন দূতাবাস, ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন। সপ্তাহে কাজ ৩৭.৫ ঘণ্টা। এ ছাড়া দূতাবাসের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের কভার লেটার (সর্বোচ্চ ৪০০ শব্দ), তিনটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৪।