পঞ্চম গণবিজ্ঞপ্তির ভি-রোল ফরম পূরণের সময় আবার বাড়তে পারে
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণের সময় দ্বিতীয়বারের মতো বাড়তে পারে। প্রথমে ভি-রোল ফরম পূরণের শেষ সময় ২৪ জুলাই, পরে সেটি বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়। এখন আবার সেটি বাড়তে পারে।
মোবাইল ইন্টারনেট এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় প্রার্থীরা, বিশেষ করে গ্রামের প্রার্থীরা, যাঁদের ওয়াইফাই সংযোগ নেই, তাঁরা ভি-রোল ফরম পূরণ করতে পারছেন না। ফলে প্রার্থীদের সুবিধার কথা চিন্তা করে ফরম পূরণের সময়সীমা আবার বাড়ানো হতে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান।
এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান আজ রোববার প্রথম আলোকে বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভি–রোল ফরম পূরণের সময় আবার বাড়ানো হতে পারে। কারণ, মোবাইল ইন্টারনেট না থাকায় অনেক প্রার্থী ফরম পূরণ করতে পারছেন না।
পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে হতে পারে—এমন প্রশ্নের জবাবে সচিব ওবায়দুর রহমান বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল জুলাই মাসের শেষে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা। যেহেতু ভি-রোল ফরম পূরণ এখনো শেষ হয়নি, তাই এ মাসে সুপারিশ করা সম্ভব হচ্ছে না। ভি-রোল ফরম পূরণ শেষ হওয়ার পরপরই আমরা চূড়ান্ত সুপারিশ করব।’
পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) অনলাইনে পূরণ করে অবশ্যই অনলাইনে জমা দিতে হবে। এই লিংকে ক্লিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রত্যেক প্রার্থীর মুঠোফোনে ইতিমধ্যে খুদে বার্তার মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হয়েছে।
প্রার্থীদের কাছে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভি-রোল ফরম পূরণ করা যাবে অথবা এনটিআরসিএর ওয়েবসাইটের পঞ্চম গণবিজ্ঞপ্তি নামের সেবা বক্সের অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগইন মেনুতে ক্লিক করে ফরম পূরণ করা যাবে।
এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) হাতে হাতে, ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে কিংবা ই-মেইলে গ্রহণ করা হবে না। অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণ নির্দেশিকা পঞ্চম গণবিজ্ঞপ্তি নামের সেবা বক্সে পাওয়া যাবে। ফরমটি নির্ভুলভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে।
নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে কোনো প্রার্থী ভি-রোল ফরম জমা না দিলে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে আবেদন করেছিলেন ২৩ হাজার ৭৩২ প্রার্থী। তাঁদের মধ্য থেকে প্রাথমিকভাবে ২২ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে এনটিআরসিএ।