বিনায় ১০ম থেকে ১৩তম গ্রেডে চাকরি, পদ ৪৭

মডেল: হাদী, রিয়া ও সিফাত
ছবি: প্রথম আলো

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহের একাধিক রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ প্রতিষ্ঠানে স্থায়ী/অস্থায়ী ভিত্তিতে ১৩ ক্যাটাগরির পদে ১০ম থেকে ১৬তম গ্রেডে ৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সহকারী গ্রন্থাগারিক
    পদসংখ্যা: ১ (স্থায়ী)
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
    বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

  • ২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী
    পদসংখ্যা: ৩ (স্থায়ী)
    যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
    বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

  • ৩. পদের নাম: প্রকর্মী-১ (টেকনিশিয়ান-১)
    পদসংখ্যা: ১ (অস্থায়ী)
    যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল বা মেকানিক্যাল বা ওয়াটার সাপ্লাই বিষয়ে ডিপ্লোমা।
    বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

আরও পড়ুন
  • ৪. পদের নাম: কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা: ১ (অস্থায়ী)
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
    বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৫. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা: ১ (স্থায়ী)
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
    বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৬. পদের নাম: হিসাব সহকারী (অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট)/ইউডিএ কাম ক্যাশিয়ার
    পদসংখ্যা: ৯ (অস্থায়ী)
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের সব স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।
    বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৭. পদের নাম: বৈজ্ঞানিক সহকারী-১
    পদসংখ্যা: ৬ (স্থায়ী)
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড থেকে কৃষিতে ডিপ্লোমা থাকতে হবে।
    বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আরও পড়ুন
  • ৮. পদের নাম: বৈজ্ঞানিক সহকারী-২
    পদসংখ্যা: ১২ (স্থায়ী-৮ ও অস্থায়ী-৪)
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড থেকে কৃষিতে ডিপ্লোমা থাকতে হবে।
    বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

  • ৯. পদের নাম: পিএ
    পদসংখ্যা: ১ (অস্থায়ী)
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
    বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

  • ১০. পদের নাম: টেকনিশিয়ান-২
    পদসংখ্যা: ২ (স্থায়ী)
    যোগ্যতা: ইলেকট্রিক্যাল বিষয়ে এইচএসসি (ভোকেশনাল) পাস।
    বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ১১. পদের নাম: মেকানিক
    পদসংখ্যা: ১ (স্থায়ী)
    যোগ্যতা: মেকানিক্যাল অটোমোবাইল বিষয়ে এইচএসসি (ভোকেশনাল) পাস।
    বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুন
  • ১২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পদসংখ্যা: ৮ (স্থায়ী-৭ ও অস্থায়ী-১)
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
    বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ১৩. পদের নাম: ওয়েল্ডার
    পদসংখ্যা: ১ (স্থায়ী)
    যোগ্যতা: ওয়েল্ডিং বা ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল) পাস। ওয়েল্ডিং কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: ১ ও ২ নম্বর পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৩ থেকে ১৩ নম্বর পদে নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, রাঙামাটি, পাবনা, নাটোর, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, নড়াইল ও ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

বয়সসীমা
৯ আগস্ট প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনির ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট বা বিনার ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে ‘বিনা নিয়োগ ২০২৩’-এর বিজ্ঞপ্তি, আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনাবলি এবং নির্ধারিত আবেদন ফরমের লিংক দৃশ্যমান হবে। আবেদন ফরমের লিংকে ক্লিক করলে সংশ্লিষ্ট পদের রেডিও বাটন দৃশ্যমান হবে। রেডিও বাটন সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলে আবেদন ফরম পৃষ্ঠায় প্রবেশ করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আরও পড়ুন

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭১২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৫০০ টাকা; ৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ৪ থেকে ১৩ নম্বর পদের জন্য ২০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৯ থেকে ২৯ আগস্ট ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।