পানি উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ১৪–১৬তম গ্রেডে পদ ১৫৪
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে ১৪ থেকে ১৬তম গ্রেডে ১৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: ঊর্ধ্বতন হিসাব সহকারী
পদসংখ্যা: ২৭
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানসহ বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। এমএস ওয়ার্ড, এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
২. পদের নাম: সার্ভেয়ার (প্রকৌশল)
পদসংখ্যা: ৬২
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্যূন সার্ভে ফাইনাল পাস হতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৩. পদের নাম: হিসাব করণিক
পদসংখ্যা: ৬৫
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস। এমএস ওয়ার্ড–এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যেসব জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন না: জামালপুর, নড়াইল, মাদারীপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ ও বরিশাল। তবে সব জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীমা ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।