আন্তর্জাতিক সংস্থায় ঢাকায় চাকরি, বেতন ১ লাখ ৮১ হাজার

মডেল: নাহিদা আহমেদ
ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় হেড অব হিউম্যান রিসোর্সেস পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

  • পদের নাম: হেড অব হিউম্যান রিসোর্সেস
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রি থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থা/বেসরকারি সংস্থায় স্ট্র্যাটেজিক অ্যান্ড অপারেশনাল এইচআর বিভাগে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে চার বছর সিনিয়র ম্যানেজারিয়াল পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা রিফিউজি প্রোগ্রাম সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে। কর্মী ব্যবস্থাপনা জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।

আরও পড়ুন

বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: পাঁচ বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: হেড অফিস, ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৪৯,৪৯৫ থেকে ১,৮১,৮৮৪ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র, টিআইএন ও শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেটসহ এই [email protected] ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৯ জুলাই ২০২৩।