এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১৩–১৬তম গ্রেডে চাকরির সুযোগ
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উন্নয়ন বাজেটের আওতাধীন সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে তিন ক্যাটাগরির পদে ১৩ থেকে ১৬তম গ্রেডে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্যূন সার্ভে ডিপ্লোমা। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: সাকল্যে ১৯,৬০০ টাকা (গ্রেড–১৩)
২. পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেডকোর্স সার্টিফিকেটধারী হতে হবে।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: সাকল্যে ১৮,৬০০ টাকা (গ্রেড-১৪)
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পাস। টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে জ্ঞান অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: সাকল্যে ১৭,৩৪৫ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা
৯ নভেম্বর ২০২৩ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটে গিয়ে e-Recruitment Menu অথবা এই লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি
অনলাইনে আবেদনপত্র সাবমিট করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ সব পদের জন্য (অফেরতযোগ্য) ২০০ টাকা, অনলাইন ফি ১০ টাকাসহ মোট ২১০ টাকা পরিশোধ করতে হবে।
আবেদনের সময়সীমা: ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর ২০২৩, বিকেল চারটা পর্যন্ত।