পিকেএসএফে একাধিক পদে চাকরি, বেতন ১ লাখ ৬৫ হাজার

মডেল: রবিউল হাসান, মোনালিসা মুন্নি ও নাহিদা আহমেদ
প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘পাথওয়েস টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন’ প্রকল্পে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (প্রাইমারি হেলথ কেয়ার)
    পদসংখ্যা:
    যোগ্যতা: নিপসম বা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে এমপিএইচ ডিগ্রিসহ অবশ্যই এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাবলিক হেলথে অন্তত আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজারিয়াল পদে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্থানীয় বা কমিউনিটি পর্যায়ে নিউট্রিশন ও প্রাইমারি হেলথ কেয়ার–সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় রিপোর্ট রাইটিংসহ যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়ণযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৬৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

  • ২. পদের নাম: সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (কমিউনিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি/সাংবাদিকতা/মিডিয়া স্টাডিজ/ডেভেলপমেন্ট স্টাডিজ/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ইন্টারন্যাশনাল রিলেশনস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে অন্তত দুটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। ডেভেলপমেন্ট কমিউনিকেশনে অন্তত আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে শীর্ষ স্থানীয় কোনো ইংরেজি দৈনিকে বা জাতীয়/আন্তর্জাতিক পাবলিকেশনে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো মিডিয়া/জার্নালে নিজ নামে অন্তত দুটি নিবন্ধ/রিপোর্ট প্রকাশিত হতে হবে। সহলেখক হলে কোনো মিডিয়া/জার্নালে অন্তত তিনটি নিবন্ধ/রিপোর্ট প্রকাশিত হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস, গ্রাফিকস ও ভিডিও এডিটিং টুলসের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।

আরও পড়ুন

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়ণযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৬৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৩।