বিজিবি নেবে সিপাহি, জিপিএ ২.৫ পেলেই আবেদন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০১তম ব্যাচে সিপাহি (জিডি) পদে সারা দেশ থেকে পুরুষ ও নারী প্রার্থী নেবে বলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আজ রোববার আবেদন শুরু হয়েছে।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিপাহি পদে আবেদনের জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ৫ ফুট ৬ ইঞ্চি, নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। অন্যদিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।
বয়স
পুরুষ ও নারী উভয় প্রার্থীদের বয়স হতে হবে ৭-১-২৪ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।
যেভাবে আবেদন
বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগসংক্রান্ত এ ওয়েবসাইটের https://joinborderguard.bgb.gov.bd/ মাধ্যমে ছয়টি ধাপ অনুসরণ করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে।
আবেদনের সময়সীমা
১৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।