ব্রিটিশ কাউন্সিলে চাকরির সুযোগ
ব্রিটিশ কাউন্সিল জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে আর্টস প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: আর্টস প্রোগ্রাম ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রজেক্ট ম্যানেজমেন্টে ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। প্রজেক্ট প্রকিউরমেন্ট, ইভালুয়েশন ও রিপোর্টিংয়ে জানাশোনা থাকতে হবে। প্রজেক্ট বা প্রোগ্রাম ম্যানেজমেন্টে দুই বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশে ও যুক্তরাজ্যের সংস্কৃতি বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা
বেতন: প্রতিষ্ঠানের পলিসি অনুসারে
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের ব্রিটিশ কাউন্সিলের ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply now-এ ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন করতে কোনো সমস্যা হলে [email protected] এ ঠিকানায় ই–মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৩।