রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ১ লাখ ৫০ হাজার

ছবি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফেসবুক পেজ থেকে নেওয়া

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকায় ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন কো-অর্ডিনেটর (ন্যাশনাল)
    পদসংখ্যা:
    যোগ্যতা: ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান, অ্যাটমসফেরিক ফিজিকস বা সায়েন্স বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অত্যধিক দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম ব্যবস্থায় অন্তত ১০ থেকে ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। হাইড্রো-মেট সার্ভিসেস ও অ্যাটমসফেরিক সায়েন্সে ভালো জানাশোনা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

বয়স: ৪৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ন্যাশনাল হেডকোয়ার্টার্স, বিডিআরসিএস, বড় মগবাজার, ঢাকা।
বেতন: মাসে ১ লাখ ৫০ হাজার টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৮ ডিসেম্বর ২০২৩।