শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়াই বেতন প্রায় ৫৩ হাজার

মডেল: তূর্য ও ভাবনা।
প্রতীকী ছবি: কবির হোসেন

বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসজেআইবিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রবেশনারি অফিসার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ–৪–এর স্কেল ৩ ও ৫–এর স্কেলে ৪ থাকতে হবে। এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ–৫–এর স্কেল ৪.৫০ থাকতে হবে। সদ্য স্নাতকোত্তর শেষ হওয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

আরও পড়ুন

বয়স: ২০২৩ সালের ২৮ জুলাই সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৩৮,৫০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও) হিসেবে চাকরি স্থায়ী হলে প্রাথমিকভাবে মাসিক বেতন হবে ৫২,৯৫৫ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

শর্ত
প্রবেশনারি অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্তদের এই ব্যাংকে নিয়োগের দিন থেকে অন্তত পাঁচ বছর চাকরি করবেন মর্মে নন–জুডিশিয়াল স্ট্যাস্পে অঙ্গীকার করতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট ২০২৩।