স্থলবন্দর কর্তৃপক্ষে ৯ম-২০তম গ্রেডে চাকরি, পদ ৬১
নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ১৩ ক্যাটাগরির পদে ৯ম থেকে ২০তম গ্রেডে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহকারী পরিচালক (ট্রাফিক)
পদসংখ্যা: ৫
যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
২. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।৩. পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশনপ্রাপ্ত।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৪. পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ২
যোগ্যতা: হিসাববিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।৫. পদের নাম: অডিট অফিসার
পদসংখ্যা: ২
যোগ্যতা: বাণিজ্যে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি পাসসহ সরকার স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৭. পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার পরিচালনায় অন্যূন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।৮. পদের নাম: ট্রাফিক পরিদর্শক
পদসংখ্যা: ৩
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব বিভাগ/জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধা, নারী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটায় ঢাকা বিভাগের মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও টাঙ্গাইল জেলা ছাড়া অন্যান্য জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাড়া অন্যান্য জেলা, রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলা ছাড়া অন্যান্য জেলা, বরিশাল বিভাগের বরগুনা জেলা ছাড়া অন্যান্য জেলা এবং সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা ছাড়া অন্যান্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।৯. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৮
যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ অন্যূন এক বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব বিভাগ/জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধা, নারী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটায় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও নোয়াখালী জেলা ছাড়া অন্যান্য জেলা, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগের সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
১০. পদের নাম: অডিটর
পদসংখ্যা: ৩
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব বিভাগ/জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধা, নারী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটায় ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলা ছাড়া অন্যান্য জেলা, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ এবং সিলেট বিভাগের সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।১১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৯
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব বিভাগ/জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধা, নারী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটায় ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও শরিয়তপুর ছাড়া অন্যান্য জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী জেলা ছাড়া অন্যান্য জেলা, রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ছাড়া অন্যান্য জেলা, রংপুর বিভাগের রংপুর, ঠাকুরগাঁও জেলা ছাড়া অন্যান্য জেলা এবং সিলেট বিভাগের সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
১২. পদের নাম: ওয়্যারহাউস/ইয়ার্ড সুপারিনটেনডেন্ট
পদসংখ্যা: ১৩
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব বিভাগ/জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধা, নারী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটায় ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী ও নোয়াখালী জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা ও নওগাঁ জেলা এবং সিলেট বিভাগের হবিগঞ্জ ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।১৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৮
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব বিভাগ/জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধা, নারী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটায় ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা ছাড়া অন্যান্য জেলা, ময়মনসিংহ বিভাগের জামালপুর ছাড়া অন্যান্য জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী ও পাবনা জেলা ছাড়া অন্যান্য জেলা, রংপুর বিভাগের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা ছাড়া অন্যান্য জেলা, খুলনা বিভাগের যশোর ও নড়াইল ছাড়া অন্যান্য জেলা, বরিশাল বিভাগের বরিশাল জেলা ছাড়া অন্যান্য জেলা এবং সিলেট বিভাগের সিলেট জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা
সব পদের জন্য প্রার্থীর বয়স ২০২৩ সালের ৭ মে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদনে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মুঠোফোন নম্বর থেকে ১২১ নম্বরে কল করা যাবে। এ ছাড়া [email protected] ও [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ৬০০ টাকা; ৬ নম্বর পদের জন্য ৫০০ টাকা; ৭ থেকে ১০ নম্বর পদের ৩০০ টাকা; ১১ থেকে ১২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১৩ নম্বর পদের জন্য ১০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৬ এপ্রিল থেকে ৭ মে ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।